আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।
ইউরো এয়ার ইন্ট্রাঃ ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাকে সালাম ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হজ্জ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম, যা প্রত্যেক সামথ্যবান মুসলমান নরনারীর উপর জীবনে একবার ফরজ। হজ্জ ফরজ হবার পরেও যে ব্যাক্তি হজ্জ না করে মৃত্যুবরন করে তার সম্পর্কে নবী করিম (সাঃ) বলেছেনঃ "সে ইহুদি কিম্বা নাসারা হয়ে মরলেও আমার কিছু আসে যায় না" । পক্ষান্তরে যা ব্যক্তি সঠিকভাবে হজ্জ আদায় করলো তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, " কবুল হজ্জএর প্রতিদাদন একমাত্র জান্নাত "।
আল্লাহ পাকের এ গুরুত্তপূর্ণ ফরজটি আদায় করতে প্রয়োজন যোগ্য ও অভিজ্ঞ আলেম-উলামা দ্বারা পরিচালিত সরকারী অনুমোদিতো হজ্জ এজেন্সি। ইউরো এয়ার ইন্ট্রাঃ ট্রাভেলস ঠিক এরকমই একটি হজ্জ এজেন্সী। যা যোগ্য ও অভিজ্ঞ আলেম-উলামা মাশায়েখ দ্বারা পরিচালিত। আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এ বছর আমড়া সম্মানিত হজ্জযাত্রীদের সুবিধার্থে চারটি হাজ্জ প্যাকেজের আয়োজন করেছি। আপনী যদি হাজ্জ পালনে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে আমাদের যে কোন প্যাকেজের মাধ্যমে কোরআন ও হাদিস মোতাবেক সুষ্ঠু ও সুন্দর ভাবে হাজ্জ পালনের আহবান জানাচ্ছি।