আমাদের সেবাঃ
• কোরআন ও হাদিস মোতাবেক নির্ভুল হাজ্জ পালনের জন্য খ্যাতনামা ও ও অভিজ্ঞ আলেমদেরকে আমাদের সফরে থাকার ব্যাবস্থা করে থাকি। জাতে যে কোনো মুহূর্তে হজ্জসহ বিভিন্ন বিষয়ে মাসায়ালা জান্তে পারেন।
• মূয়াল্লীম অফিস থেকে আইডি কার্ড, মিনার তাবু কার্ড ও নিয়ম মোতাবেক আরাফাহ এবং মুজদালিফায় মুয়াল্লীম কর্তিক এসি বাসে যাতায়তের ব্যাবস্থা করা।
• • হজ্জযাত্রার পূর্বে আমাদের প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হজ্জ যাত্রীদের হজ্জ সংক্রান্ত মাসআলা-মাসায়েল শিক্ষাদান, হাজ্জ সংক্রান্ত পুস্তক বিতরন এবং প্রশিক্ষনের ব্যাবস্থা করা।